মাগুরায় ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ, চালক ও সহকারী দগ্ধ
মাগুরা পৌর এলাকার শিমুলিয়ার ডালে একটি বালুভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারী দগ্ধ হয়েছেন। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মাগুরার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির এনটিভিকে বলেন, ট্রাকটি রাজবাড়ী থেকে মাগুরা যাচ্ছিল।
পেট্রলবোমার আগুনে ট্রাকচালক চুন্নু মণ্ডল (৪৫) ও তাঁর সহকারী চয়ন মণ্ডল (২৪) দগ্ধ হন।
মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।