গাজীপুরে বিএনপির ১২ কর্মী আটক
গাজীপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির ১২ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা-২-এর পরিদর্শক মমিন জানান, ২৪ ঘণ্টায় জয়দেবপুর থানা এলাকা থেকে আটজন এবং কালিয়াকৈর থানা এলাকা থেকে বিএনপির চার কর্মীকে আটক করা হয়েছে।