টেলিফোনে গণশুনানি
নানা কারণে সব সময় সাধারণ মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব হয় না। তাই টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরে থেকেও মানুষের কথা শুনলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. নাজমুল আহসান।
আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরে নিজ কার্যালয়ে বসে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামের সাধারণ মানুষের সঙ্গে টেলিফোনে কথা বলেন জেলা প্রশাসক। ফোন পেয়ে নিজেদের সুখ-দুঃখের কথা অকপটে তুলে ধরলেন সোতাসহ আশপাশের গ্রামের কয়েক শ মানুষ।
সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক তাঁর সরকারি কার্যালয়ে বসে টেলিফোন থেকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফারুক রহমানের মুঠোফোনে কল দেন। ইউএনও মুঠোফোন নিয়ে বসেছিলেন সোতা গ্রামের আলী গাজীর বাড়ির উঠানে। মুঠোফোনের পাশেই ছিল লাউড স্পিকার। এর মাধ্যমে জেলা প্রশাসকের কথা শুনছিলেন গ্রামের লোকজন।
এ সময় সোতাগ্রামের দেবকুমার রায়, একাদশী মণ্ডল, রানু বালা, প্রাণগোপাল রায়, ননী গোপাল রায়, আবু তাহের, মো. আবদুল্লাহ, রাধা রানী, পুষ্প রানীসহ অন্তত ২০ জন নারী-পুরুষ জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন।
এলাকাবাসী এলাকার পুষ্টিহীনতা, বাল্যবিবাহ ও ঘন ঘন সন্তান গ্রহণ, মাদক, সন্ত্রাস, পানিনিষ্কাশনসহ নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক যত দ্রুত সম্ভব তাঁদের এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
আলী গাজীর বাড়ির উঠানে ইউএনও ছাড়াও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনসার আলী, ইউপি সদস্য আবদুর রহমান ও সংরক্ষিত মহিলা সদস্য রাশিদা বেগমসহ তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
অন্যদিকে গণশুনানির সময় জেলা প্রশাসকের কক্ষে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসীন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লস্কার তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাদ হোসেন চৌধুরী, এনডিসি রবিউল ইসলাম, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা সাহাসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নাজমুল আহসান এনটিভি অনলাইনকে জানান, এখন থেকে পর্যায়ক্রমে এই পদ্ধতির গণশুনানিতে অংশ নিয়ে স্বল্প সময়ে সরকারের সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। মোবাইল প্রযুক্তি ব্যবহার করে যেকোনো সময় তাঁর সঙ্গে গণশুনানিতে অংশ নেওয়া যাবে। বিশেষ করে দুর্যোগকালে এই ব্যবস্থাপনায় জনগণ বিশেষভাবে উপকৃত হবে বলেও আশা করছেন তাঁরা।
সহকারী কমিশনার মো. আবু সাঈদ জানান, জেলার অন্যান্য উপজেলার সব এলাকার মানুষের সঙ্গে এ পদ্ধতিতে কথা মতবিনিময় করা হবে।