গোপালগঞ্জে স্কুল জাতীয়করণের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা মদনমোহন একাডেমি জাতীয়করণের দাবিতে আজ রোববার সকালে মানববন্ধন করেন এর শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
গোপালগঞ্জে একটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধনে অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
কাশিয়ানী উপজেলার ফুকরা মদন মোহন একাডেমি জাতীয়করণের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে ফুকরা বাজার থেকে মিল্টন বাজার পর্যন্ত দেড় কিলোমিটার সড়কে চলে এই কর্মসূচি। এ সময় বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডে নিজেদের দাবি তুলে ধরেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।
১৯০২ সালে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থাপিত হয়। তবে এত বছর পরেও প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়নি। স্কুলটি থেকে ২০১৫ সালে শতকরা ৮৭.৩৩ ভাগ ও ২০১৪ সালে ৯৮.৯০ ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার সন্তোষজনক হওয়ায় এখন স্কুলটি জাতীয়করণের দাবি তুলেছেন এর শিক্ষক ও শিক্ষার্থীরা।