মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে কামারুজ্জামানকে
ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যু পরোয়ানা পড়ে শুনিয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া কামারুজ্জামানকে এ মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয় বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার ফরমান আলী। তিনি সন্ধ্যায় বাসসকে জানান, ‘বেলা দেড়টায় আমি মৃত্যু পরোয়ানা পেয়েছি এবং ২টায় তা কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়েছে।’
বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মজিবুর রহমান মিঞা ও বিচারপতি শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-২ সকালে মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন। এরপর ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার আফতাবুজ্জামান লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা নিয়ে কারাগারে যান।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্য অনুযায়ী, এর ফলে কামারুজ্জামানকে ১৪ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করতে হবে। ২০১৩ সালের ৯ মে আইসিটি-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন।