গোপালগঞ্জে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে পড়ে আজ মঙ্গলবার দুপুরে এক পুলিশ কর্মকর্তার ছেলেশিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম ইনসাফ ইসলাম হিমেল (৬)। সে টুঙ্গিপাড়া থানার দ্বিতীয় কর্মকর্তা মো. ইকরাম হোসেনের ছেলে। হিমেল গোপালগঞ্জ শহরের অনির্বাণ স্কুলে শিশু শ্রেণিতে পড়ত।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, আজ দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ পুলিশ লাইন্স পুকুরপাড়ে হিমেল তার বন্ধুদের সঙ্গে খেলছিল। খেলার ছলে হিমেল হঠাৎ পুকুরে পড়ে যায়। তার বন্ধুরা চিৎকার করতে থাকলে আশপাশে থাকা পুলিশ সদস্যরা তাকে পুকুর থেকে তুলে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।