সিরাজগঞ্জে বন্যার অবনতি
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটাই অবনতি হয়েছে। বন্যাকবলিত এলকায় দেখা দিয়ে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট। সেই সঙ্গে দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ। ক্ষতি হচ্ছে উঠতি ফসলসহ শীতকালীন সবজি চাষে।
যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজিপুর, বেলকুচি, চৌহালী, সদর ও শাহজাদপুর উপজেলার ৩১টি ইউনিয়নের শতাধিক গ্রামের অন্তত ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
পাশাপাশি যমুনা নদীর পানি আবার বাড়ায় এসব গ্রামে নতুন করে পানি উঠতে শুরু করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙন। চরম দুর্ভোগে থাকা এসব অঞ্চলের মানুষজন নিরাপদ স্থানে সরে যাচ্ছে।