জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, দুই শতাধিক গ্রাম প্লাবিত
যমুনা, ব্রহ্মপুত্রসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে বন্যা পরিস্থিতির মারাত্মক রূপ নিয়েছে। জেলার সাত উপজেলার দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ঘরবাড়ি ছাড়াও তলিয়ে গেছে ৩০ হাজার হেক্টরের বেশি জমির ফসল। পানি ওঠায় বন্ধ ঘোষণা করা হয়েছে ১৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম।
বন্যায় দুই সপ্তাহের বেশি সময় ধরে জেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে আছে। তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কাজ নেই, ঘরে খাবার নেই। টিউবওয়েল ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। জামালপুরের ইসলামপুর উপজেলার দেওয়ানপাড়া এলাকায় বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকেছে।
বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জামালপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো.আনোয়ার হোসেন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ১৭৩ মেট্রিক টন চাল ও সাড়ে পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এ ছাড়া বন্যাদুর্গতদের মধ্যে এক হাজার ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।