নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
চলতি সেপ্টেম্বর এবং আসছে অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগরে তিন থেকে সাতটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসের আবহাওয়া পর্যালোচনা করে এ পূর্বাভাস দিয়েছে।
সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তবে এ মাসে কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই আবহাওয়ার বার্তায়। এ ছাড়া সেপ্টেম্বর মাসে চলমান বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হবে।
অক্টোবর মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।
অক্টোবর মাসের প্রথমার্ধের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহ অর্থাৎ বর্ষা বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
নভেম্বর মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নভেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নভেম্বর মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে।
মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে
এদিকে আবহাওয়া অধিদপ্তর আজ রোববার জানিয়েছে, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
নৌবন্দরে সতর্কতা
দমকা হাওয়ার কারণে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণ-দক্ষিণ পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।