চট্টগ্রাম সিটিতে এক হাজার ৬৩২ কোটি টাকার বাজেট প্রস্তাব
২০১৫-১৬ অর্থবছরের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে। আজ সোমবার দুপুরে করপোশন মিলনায়তনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এক হাজার ৬৩২ কোটি ৭৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। সেই সঙ্গে ২০১৪-১৫ অর্থ বছরের ৪৩২ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
বাজেট বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, জলাবদ্ধতা চট্টগ্রামের প্রধান সমস্যা হলেও তা সমাধান কঠিন নয়। এ ব্যাপারে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে উল্লেখ করে সরকারি অন্য সেবা সংস্থাগুলোকে এ কাজে সঙ্গে রাখবেন বলে জানান মেয়র।
২০১৫-১৬ অর্থবছরের জন্য উন্নয়ন খাতে সর্বোচ্চ ৭৮৫ কোটি ১০ লাখ টাকার বাজেট প্রস্তাব করে চট্টগ্রামকে প্রথম ধাপে ক্লিন সিটি ও দ্বিতীয় ধাপে গ্রিন সিটিতে উন্নীত করতে সর্বস্তরের নগরবাসীর সহযোগিতা চান মেয়র।