তথ্য সংগ্রহ করে কোটার বিষয়ে সুপারিশ করবে কমিটি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/07/08/photo-1531036077.jpg)
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পর্যালোচনার জন্য গঠিত কমিটির সদস্যরা প্রথম বৈঠক করেছেন। আজ রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন কমিটির সাচিবিক দায়িত্ব পালন করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন।
আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন আরো জানান, আজকের বৈঠকে কমিটির কর্মপন্থা ও কর্মপদ্ধতি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের কোটা সংক্রান্ত দেশি-বিদেশি প্রতিবেদন ও বিভিন্ন সময়ে কোটা নিয়ে গঠিত কমিশনের প্রতিবেদন এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। এর ভিত্তিতে কোটা সংস্কার বা বাতিলের বিষয়ে সুপারিশ তৈরি করা হবে।
কোটা সংস্কারের পক্ষে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ২ জুলাই সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনার জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে সরকারের কাছে সুপারিশসহ প্রতিবেদন পেশ করবে।
মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির অন্য সদস্যরা হলেন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব। কমিটি প্রয়োজনে যেকোনো বিশেষজ্ঞ ব্যক্তিকে সদস্য হিসেবে কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে।
সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্তমানে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ চালু রয়েছে। আন্দোলনের এক পর্যায়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, কোটা ব্যবস্থা আর রাখা হবে না। এরপর শিক্ষার্থীরা প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলন শুরু করে। এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুর্বৃত্তদের হামলার শিকার হন আন্দোলনরত শিক্ষার্থীরা। অনেককেই পুলিশ গ্রেপ্তার করে।