আলহাজ্ব মোসাদ্দেক আলী ও এনটিভির নামে ভুয়া পেজ, থানায় জিডি
ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এনটিভির নাম, লোগো এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নাম ব্যবহার করে ভুয়া পেজ চালাচ্ছে একটি অসাধু চক্র। এসব পেজের মাধ্যমে আপত্তিকর খবর, ছবি ও ভিডিও পোস্টিং দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ঘটনায় থানায় আলাদা দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গত ২৪ আগস্ট তেজগাঁও থানায় এনটিভি ও আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর পক্ষে এই জিডি করেন এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু।
একই সাথে ভুয়া এসব পেজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক, ডিরেক্টর জেনারেল অব ফোর্স ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে।
এনটিভির পক্ষে করা জিডিতে বলা হয়েছে, ‘সম্প্রতি আমরা লক্ষ করছি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনটিভির নাম ও লোগো ব্যবহার করে আপত্তিকর খবর, ছবি ও ভিডিও পোস্টিং দেওয়া হচ্ছে, যার সঙ্গে এনটিভির কোনো সংশ্লিষ্টতা নেই। ফেসবুকে এনটিভির একমাত্র ভেরিফায়েড পেজ হলো: www.facebook.com/ntvdigital। এই পাতার সব খবর, ভিডিও ও ছবি এনটিভির মাধ্যমে পোস্টিং দেওয়া হয়। তবে এসব পাতায় দেওয়া পোস্টিংয়ের নিচে যে কেউ কমেন্ট বা মন্তব্য করতে পারেন বিধায় এসব কমেন্ট বা মন্তব্যের ওপর আমাদের তাৎক্ষণিক কোনো নিয়ন্ত্রণ নেই। তবে কেউ আপত্তিকর মন্তব্য করলে এবং তা আমাদের নজরে এলে তাৎক্ষণিকভাবে আমরা তা মুছে (ডিলিট) দেই।’
এ ছাড়া আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর পক্ষে করা জিডিতে বলা হয়, ‘বাংলাদেশের বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লি. (এনটিভি)-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী ইতিবাচক রাজনীতি, অর্থনীতি, সমাজসংস্কার ও সংস্কৃতিরক্ষার একজন নিরলস কর্মী। সম্প্রতি আমাদের নজরে এসেছে, ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নাম ও ছবি ব্যবহার করে পেজ বা অ্যাকাউন্ট খুলে পোস্টিং দেওয়া হচ্ছে, যার সঙ্গে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর কোনো সম্পর্ক নেই।’
ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে এনটিভির নাম ও লোগো এবং আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নাম ও লোগো ব্যবহার করে পরিচালিত এসব পেজ বা অ্যাকাউন্ট থেকে দেওয়া কোনো তথ্যের জন্য এনটিভি বা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী দায়ী নন বলে জানানো হয়েছে। জিডিতে এসব তথ্য জানিয়ে বিষয়টি নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
সেই সঙ্গে দেশ-বিদেশের পাঠক-দর্শক ও শুভানুধ্যায়ীদেরও বিষয়টি সম্পর্কে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
এনটিভির ভেরিফায়েড পেজের পাশাপাশি ফটো, ভিডিও, খেলাধুলা, ইংরেজি ভার্সন, লাইফস্টাইল, বিনোদন, প্রযুক্তি, শেয়ারবাজারবিষয়ক খবর এবং অস্ট্রেলিয়া প্রবাসীদের জন্য আরো নয়টি ফেসবুক পাতা পরিচালনা করে এনটিভি। এসব পাতার লিংক হলো :
www.facebook.com/ntvphoto
www.facebook.com/ntvvideo
www.facebook.com/ntvsportsnews
www.facebook.com/ntvenglish
www.facebook.com/ntvlifestyle
www.facebook.com/ntventertainment
www.facebook.com/ntvtech
www.facebook.com/ntvsharemarket
www.facebook.com/ntv.au
(এ ছাড়া ফেসবুকের সবগুলো পেজ পাবেন : www.ntvbd.com/facebook)
এ ছাড়া ফেসবুক, টুইটার, লিংকডইনে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নামে নিম্নলিখিত তিনটি পেজ বা অ্যাকাউন্ট রয়েছে। লিংকগুলো হলো :
www.facebook.com/alhajmohammadmosaddakali
https://twitter.com/AlhajMosaddak
www.linkedin.com/in/mohammadmosaddakali
এর বাইরে কোনো সোশ্যাল মিডিয়া পেজ থেকে প্রকাশিত কোনো তথ্য বিশ্বাস করার আগে প্রয়োজনে এনটিভির নিজস্ব পেজ বা মূল ওয়েবসাইটে গিয়ে সে সম্পর্কে তথ্য জেনে নিতে এনটিভির পাঠক-দর্শক-শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হচ্ছে।
এখানে উল্লেখ করা যেতে পারে যে, গত ১৬ জুন এনটিভির অফিশিয়াল ফেসবুক পেজকে ভেরিফায়েড ঘোষণা করে ফেসবুক।
এ ছাড়া টুইটারে আমাদের পাবেন www.twitter.com/ntvdigitals এই ঠিকানায়। এনটিভির ইউটিউব চ্যানেলের ঠিকানা : www.youtube.com/c/ntvbd। সাবস্ক্রাইব করে সব সময় দেখতে পারেন এনটিভিতে প্রচার হওয়া নাটক, টেলিফিল্ম, অনুষ্ঠান বা খবরের ভিডিও।
এসব পেজ ছাড়া অন্য কোনো পেজের সঙ্গে এনটিভি কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। এনটিভির নাম ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি বা পেজ বিভ্রান্তিমূলক ও বিকৃত তথ্য প্রচার ও প্রকাশ করলে তার দায় নেবে না এনটিভি কর্তৃপক্ষ।
তা ছাড়া এভাবে অন্যের নাম ব্যবহার করে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানো তথ্যপ্রযুক্তি আইনে দণ্ডনীয় অপরাধ। তাই এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে থানায় সাধারণ ডায়েরি করেছে এনটিভি কর্তৃপক্ষ।
‘সময়ের সাথে আগামীর পথে’ এই মূলমন্ত্র ধারণ করে ২০০৩ সালের ৩ জুলাই সম্প্রচার শুরু করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের কয়েক মাসের মধ্যেই দর্শকের হৃদয়ে আসন করে নেয় এনটিভি। শুরু হয় বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বৈপ্লবিক অভিযাত্রা। বর্তমানে দেশ ছাড়িয়ে বিশ্বের দরবারে বাংলা ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে পৌঁছে দিতে যুক্তরাষ্ট্র, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যে নিজস্ব ব্যবস্থাপনায় চলছে এনটিভির কার্যক্রম। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে দর্শক-রুচিকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেল হিসেবে এনটিভিই সর্বপ্রথম ২০১১ সালের ৮ সেপ্টেম্বর অর্জন করে সনদ ISO 9001:2008।
এনটিভির নিত্যনতুন আয়োজনে সবশেষ যুক্ত হয়েছে এনটিভি অনলাইন। বিশ্বজুড়ে এখন অনলাইন বা ডিজিটাল সংবাদমাধ্যমের জয়জয়কার। বাংলাদেশের এই অগ্রযাত্রায় শামিল হতে এনটিভি ১ ফেব্রুয়ারি ২০১৫ সাল থেকে চালু করে বিশ্লেষণধর্মী খবর ও বিনোদনের মিশেলে পূর্ণাঙ্গ ইনফোটেইনমেন্ট পোর্টাল ntvbd.com.