সাইদুল হক চুন্নুর শয্যাপাশে স্বাস্থ্যমন্ত্রী ও দুদক কমিশনার
ঢাকার হাসপাতালে ভর্তি পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নুকে দেখতে আজ মঙ্গলবার সকালে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু। এ সময় তাঁরা চুন্নুর শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন।
পাবনা জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা সাইদুল হক চুন্নু পাবনার জুবিলি ট্যাংকের বাসায় গত রোববার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত ঢাকায় নিয়ে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁর নিবিড় পর্যবেক্ষণ চলছে।
পারিবারিক সূত্র ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা জানান, কয়েক দিন ধরে এম সাইদুল হক চুন্নু জ্বর ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন। শনিবার রক্ত পরীক্ষার পর তাঁর টাইফয়েড ধরা পড়ে। স্থানীয় চিকিৎসকরা তাঁকে ওষুধ দেন। এতে পরিস্থিতির উন্নতি না হলে রোববার ভোরে তাঁকে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা দ্রুত উন্নতির জন্য আইসিইউতে ভর্তি করেন। সোমবার তাঁর জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু চিকিৎসকদের বরাত দিয়ে জানান, সাইদুল হক চুন্নুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
এদিকে জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা সাইদুল হক চুন্নুর দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তাঁর পরিবার, জেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা।