সারা দেশে কলেজ শিক্ষকদের কর্মবিরতি
অষ্টম বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সব সরকারি কলেজে কর্মবিরতি পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। সমাবেশে তাঁরা অষ্টম জাতীয় বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড, টাইম স্কেল পুনর্বহাল ও শিক্ষা ক্যাডার উন্নীত করার দাবি জানান। এসব দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতির হুমকিও দেন তাঁরা।
রাজধানীর ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজসহ অন্যান্য সরকারি কলেজেও কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকদের কর্মবিরতি অবস্থান কর্মসূচি সম্পর্কে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
মো. হালিম খান, নাটোর : সকাল থেকে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজসহ জেলার চারটি সরকারি কলেজের শিক্ষকরা ক্লাস বর্জন এবং নিয়মিত দায়িত্ব পালন থেকে বিরত থাকেন।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজসহ সব সরকারি কলেজের শিক্ষকরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।কলেজ খোলা থাকলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। দাবি না মানা হলে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সব ধরনের আন্দোলনে অংশ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ : গুরুদয়াল সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজে ক্লাস অনুষ্ঠিত হয়নি। দুপুরে সরকারি মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় দাবি আদায়ে প্রয়োজনে লাগাতার কর্মসূচি পালনের কথা বলেন উপস্থিত শিক্ষকরা।
আইয়ুব আলী, ময়মনসিংহ : ময়মনসিংহ সরকারি আনন্দমোহন কলেজ, সরকারি মুমিনুন্নেসা মহিলা কলেজের শিক্ষকরাও বেতন বৈষম্যের প্রতিবাদে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন।
গত সোমবার মন্ত্রিসভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করা হয়। এতে মূল বেতন সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ও সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়।