কমনওয়েলথ মহাসচিব কাল আসছেন
কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা তিনদিনের সফরে আগামীকাল শুক্রবার সকালে ঢাকা আসছেন। সফরকালে তিনি এ বছরের নভেম্বরে মাল্টায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ হেডস অব গভর্নমেন্ট মিটিং (সিএইচওজিএম) এবং আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠেয় কমনওয়েলথ ফরেইন অ্যাফেয়ার্স মিনিস্টার্স (সিএফএএমএম) বৈঠক সম্পর্কে সরকারের সঙ্গে আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, শর্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাঁকে সিএইচজিএময়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানাবেন। তিনি শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
সূত্র আরো জানায়, মাহমুদ আলী সিএফএএমএম ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদানের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। কমনওয়েলথ অগ্রাধিকার পরিসীমা নিয়ে আলোচনার জন্য সংস্থাভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ১৪তম বৈঠকের অংশ হিসেবে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীরা নিউইয়র্কে বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রী শনিবার কমনওয়েলথ মহাসচিবের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন।