গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাসচাপায় প্রশান্ত বিশ্বাস (৩৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার চণ্ডীবর্দি সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক প্রশান্ত বিশ্বাস মুকসুদপুর উপজেলার বহুগ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে।
মুকসুদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়বর রহমান জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী সেবা গ্রিনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার চণ্ডীবর্দি সেতুর কাছে পৌঁছালে ভ্যানচালক প্রশান্তকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে সেখানেই প্রশান্তের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ চালক তরিকুল শেখ ও বাসটি আটক করেছে।