রাবিতে দোষীদের বিচারসহ ৬ দফা দাবিতে মানববন্ধন
সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান ইমন নিহতের ঘটনায় দোষীদের বিচারসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল থেকে র্যালি বের করেন শিক্ষার্থীরা। পরে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মিলিত হয়।
গত ৮ সেপ্টেম্বর সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এবং শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসান ইমনসহ ছয়জন নিহত হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো গত ৮ সেপ্টেম্বর সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী ইমন নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে চারলেন বিশিষ্ট করা, ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলাচল বন্ধ করা, চালকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা এবং লাইসেন্স নিশ্চিত করা, মহাসড়কগুলোর গতিসীমা কার্যকর করা।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে। সরকার এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তা কমছে না। প্রায়ই চালকরা বিভিন্ন সময় নেশাজাতীয় দ্রব্য পান করে গাড়ি চালায়। ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটছে। চালকরা যথাযথ প্রশিক্ষণ না নিয়েই রাস্তায় গাড়ি নিয়ে নেমে পড়ায় দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনায় অনেক সম্ভাবনাময় তরুণের জীবনপ্রদীপ নিভে যাচ্ছে। অবিলম্বে সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাবু আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আরবি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র জুলফিকার আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র সোহাগ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কাফী প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমরা তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’