বাগেরহাটে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা
বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাগেরহাট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হওয়ার কথা ছিল।
বিএনপির নেতা-কর্মীরা জানান, আজ বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল ও সমাবেশ করার কথা ছিল। এ জন্য সকাল থেকেই নেতা-কর্মীরা কার্যালয়ে সমবেত হতে থাকে। মিছিলটি শুরু করলে পুলিশ তা কার্যালয়ের ফটকের সামনেই আটকে দেয়। পরে ফটকের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা।
সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম বলেন, ‘সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। নইলে সরকারকে এর কঠোর মূল্য দিতে হবে।’
এ সময় অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য কমিয়ে গ্রাহক পর্যায়ে ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এ বিএনপি নেতা। তা না হলে এই সরকারের পতন অনিবার্য হয়ে পড়বে বলে উল্লেখ করেন তিনি।
মোজাফফর রহমান আলম ছাড়াও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী রবি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবু প্রমুখ বক্তব্য দেন।