২৫ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা
বাংলাদেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশনে মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
urgentPhoto
এ সময় ঈদুল আজহার তারিখ ঘোষণা করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল।
১৭ সদস্যের জাতীয় চাঁদ দেখা কমিটি পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ বিষয়ে বৈঠক শেষে এই সংবাদ সম্মেলনে শামীম মোহাম্মদ আফজাল জানান, আজ দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২৫ সেপ্টেম্বর সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।
এর আগে গতকাল রোববার সৌদি আরবে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী ২৪ সেপ্টেম্বর সেখানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃবিতে এ তথ্য জানানো হয়।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একই দিন ঈদ উদযাপিত হয়। আর চাঁদ দেখা সাপেক্ষে তার পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।