যৌন হয়রানি, গোপালগঞ্জে প্রধান শিক্ষক স্ট্যান্ডরিলিজ

শিক্ষার্থীদের টানা তিন দিনের আন্দোলনের মুখে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জ বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমরান আলীকে স্ট্যান্ডরিলিজ (তাৎক্ষণিক বদলির) নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. এলিয়াছ হোসেন স্কুল পরিদর্শন শেষে এ আদেশ দেন।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদ-উর-রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে তৃতীয় দিনের মতো স্কুল প্রাঙ্গণে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ সময় তারা প্রধান শিক্ষককে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাইদ-উর-রহমান এবং সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম ছুটে যান। তাঁরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন।
পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে স্থানীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে রাখে। এ সময় প্রধান শিক্ষককে তাৎক্ষণিক বদলির খবর এলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে স্কুল ক্যাম্পাসে ফিরে এসে আনন্দ-উল্লাস করে।
স্কুলের প্রধান শিক্ষক মো. ইমরান আলীর বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে গত রোববার থেকে টানা তিনদিন বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মো. ইমরান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।