‘আত্মসাৎ করা টাকা পেতে’ অপহরণ, ১৩ দিন পর উদ্ধার
ঝিনাইদহে অপহরণের ১৩ দিন পর আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে জেলা শহরের পরবহাটি গ্রামে বেসরকারি সংস্থা সৃজনী ফাউন্ডেশনের নির্মাণাধীন বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়। আরিফ মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় সৃজনী ফাউন্ডেশনের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গত ২৬ আগস্ট বিকেলে জেলা শহর থেকে অপহরণ করে আরিফ হোসেনকে আটক করে রাখে সৃজনী ফাউন্ডেশনের লোকজন। আজ সকালে আরিফের চিৎকার শুনে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
এমদাদুল হক শেখ বলেন, ‘ঘটনার সাথে সৃজনীর কর্মকর্তারা জড়িত আছে বলে অভিযোগ করেছেন উদ্ধার করা যুবক।এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’
এদিকে এ অভিযোগ স্বীকারও করে নিয়েছেন সৃজনী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী একেএম হারুন অর রশীদ। তিনি বলেন,‘ঠিকাদারি কাজ দেওয়ার কথা বলে ওই ব্যক্তি বিভিন্ন সময়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সেই টাকা উদ্ধারের জন্য নগদ টাকা অথবা চেক নেওয়ার জন্য তাঁকে আটক করে রাখা হয়েছিল।’