মন্ত্রী চলে গেলেন, শুরু হলো উচ্ছেদ অভিযান
নাটোরে সড়ক দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে উচ্ছেদ করা হচ্ছে সড়ক বিভাগের অধীনে গড়ে ওঠা অবৈধ স্থাপনা।
আজ শনিবার নির্বাচনী ট্রেনযাত্রায় উত্তরাঞ্চলে যাওয়ার সময় দুপুরে নাটোরে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেখানে পথসভা শেষ করে বিকেলে মন্ত্রী নাটোর ত্যাগ করেন। এরপর বিকেল ৫টার দিকে শহরতলীর দত্তপাড়া এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা উপ-সচিব মাহাবুবর রহমান ফারুকী এই অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় সড়ক বিভাগের জায়গায় নির্মিত ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এই উচ্ছেদ অভিযান আগামীকাল পর্যন্ত চলবে বলে জানান নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম।
এর আগে লালপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সুপারিশ করেছিল তদন্ত কমিটিসহ বিভিন্ন সংস্থা।
এ নিয়ে এসব জায়গা থেকে সরে যেতে বেশ কয়েকদিন এলাকায় মাইকিংও করা হয়েছিল।