মানিকগঞ্জে ঝড়ে ঘরবাড়ি, গাছপালা বিধ্বস্ত
মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর উপজেলায় ঝড়ে দুটি গ্রামের অন্তত ২০টি কাঁচা ঘরবাড়ি ও শতাধিক গাছপালা বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।
শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ জানান, বিকেল ৫টার দিকে ইউনিয়নের বুতুনি গ্রামের ওপর দিয়ে আকস্মিকভাবে ঝড় বয়ে যায়। এতে ওই গ্রামের অন্তত ১০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে। এ ছাড়া বুতুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড একটি ভবনের ওপর গাছ পড়ে ওই ভবনের অর্ধেক ধসে যায়।
অপর দিকে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা গ্রামেও ঝড় আঘাত হানে। ওই ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কাশেম জানান, প্রায় একই সময়ে ইউনিয়নের শোলধারা গ্রামে ঝড়ের কারণে ১০-১২টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া শতাধিক গাছপালা উপড়ে ও ভেঙে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিব খান বলেন, আকস্মিক ঝড়ো হাওয়ায় ওই দুটি গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে।