নাটোরে ট্রেনের ধাক্কায় মেছো বাঘের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/09/17/photo-1537174839.jpg)
নাটোরে ট্রেনের ধাক্কায় একটি মেছো বাঘ মারা গেছে। আজ সোমবার ভোরে সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে সদর কালিকাপুর আমহাটি এলাকায় বাইনাকোলা ব্রিজের ওপর রেললাইন দিয়ে ট্রেন চলছিল। এ সময় রেললাইনে একটি মেছো বাঘ এসে পড়লে ট্রেনের ধাক্কায় সেটি ছিটকে নিচে পড়ে যায়। পরে প্রায় ১৫ কেজি ওজনের ৪০ ইঞ্চি লম্বা মৃত বাঘটি পাওয়া যায়।
সকালে বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমায় মৃত বাঘটি দেখার জন্য। জানা যায়, ওই এলাকার জলাসংলগ্ন ঝোপঝাড়ে মেছো বাঘসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী বাস করে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে জেলা বন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ জানান, তিনি বিষয়টি জানেন না। মেছো বাঘ শিয়াল প্রজাতির। এরা প্রায়ই এখানে সেখানে মারা যায়। এ বিষয়ে তাদের কিছু করার নেই। তবে তিনি খোঁজ নিয়ে বিষয়টি প্রাণী সংরক্ষণ বিভাগকে জানাবেন বলে জানান।
শেষ পর্যন্ত মৃত বাঘটিকে কী করা হয়েছিল, জানা যায়নি।