ঢাকায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
ঢাকায় ঈদুল আজহার নামাজের প্রধান জামাত সকাল ৮টায় (শুক্রবার) জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে তা হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাড়ে ৮টায়। আজ সোমবার বেলা ১১টায় দক্ষিণ সিটি করপোরেশন ভবনে ঈদ-প্রস্তুতিবিষয়ক এক সভা শেষে এ কথা জানান মেয়র সাঈদ খোকন।
বৈঠকে ঈদের বিভিন্ন বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘প্রায় ৯০ ভাগ প্রস্তুতি সম্পন্ন। নিরাপত্তার বিষয়গুলোও নিশ্চিত করা হচ্ছে। ওই দিনের মধ্যে বাকি কাজগুলোও সম্পন্ন হবে।’
মেয়র বলেন, ‘প্রথমবারের মতো ৩২৮টি নির্দিষ্ট স্থানে পশু কোরবানির ব্যবস্থা করা হয়েছে। ২২৪টি স্থানের সরাসরি তত্ত্বাবধানে থাকবে দক্ষিণ সিটি করপোরেশন।’ চামড়া নিয়ে স্থানীয়ভাবে কোনো আধিপত্য বিস্তারের আশঙ্কা থাকছে না বলে মনে করেন তিনি।