মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের ‘লাঠিপেটা’, আটক ৬
মেডিকেল কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ও ফল বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সোমবারও অবস্থান নেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় পুলিশ লাঠিপেটা করলে অন্তত ১০ জন আহত হন বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন।
urgentPhoto
আজ সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ছয় শিক্ষার্থীকে আটক করে।
আন্দোলনরত শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ জানান, আজ সকালে প্রশ্নপত্র ফাঁস ও মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে তাঁরা প্রায় ২০ জন প্রেসক্লাবের সামনে জড়ো হন। এ সময় পুলিশ তাঁদের সে স্থান থেকে সরে যেতে বললে পুলিশের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
খালেদ আরো জানান, লাঠিপেটার ঘটনায় একজন নারী অভিভাবকসহ অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া আন্দোলনরত ছয় শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে আহত ও আটক শিক্ষার্থীদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুণ বলেন, প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা মানববন্ধন করছিল। তাদের সেখান থেকে উঠে যেতে বলা হয়। এ সময় তারা উঠে না গেলে ছয় শিক্ষার্থীকে আটক করা হয়। আটক শিক্ষার্থীদের শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে শিক্ষার্থীদের ওপর লাঠিপেটার ঘটনা অস্বীকার করে এসআই বলেন, শিক্ষার্থীরা তাঁদের দাবির বিষয়ে হাইকোর্টে রিট করেছেন। হাইকোর্টে বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এ পরিস্থিতিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করা বেআইনি।
এদিকে, প্রশ্ন ফাঁস ও ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বেলা সোয়া ১১টা থেকে শহীদ মিনারে অবস্থান করছেন প্রেসক্লাব থেকে ছত্রভঙ্গ হওয়া শিক্ষার্থীরা।