কারচুপির অভিযোগে তিন প্রার্থীর দুজনের ভোটবর্জন
ঢাকার দোহার উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণে কারচুপির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর দুজনই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন বিএনপি সমর্থিত প্রার্থী দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভুলু এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব কবির। এদের মধ্যে ভুলু দোয়াত-কলম নিয়ে এবং মেহবুব কবির মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট বর্জনের বিষয়ে দোহার উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসেম বলেন, ‘সরকারদলীয় লোকজন ভোটকেন্দ্র দখল করছে, জাল ভোট দিচ্ছে, এ নির্বাচনে কারচুপির মাধ্যমে তারা জয় লাভ করতে চায়। তাই দুপুর ১টার দিকে আমাদের প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এ বিষয়ে আমরা রিটার্নিং অফিসারের কাছে আমাদের লিখিত অভিযোগ দিয়েছি।’
এ যুবদল নেতা জানান, এ ছাড়া একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব কবিরও দুপুর দেড়টার দিকে নির্বাচন বর্জন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং অফিসার শাহ আলম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। মাঠ থেকে আমাদের প্রিসাইডিং অফিসাররা এমন কিছুই বলছে না। তারা বলছে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। তাই নিধার্রিত সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তারপর ভোট গণনা করে যে ভোট বেশি পাবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে।’ তিনি আরো বলেন, ‘কেউ ভোট বর্জন করলে আমাদের কিছু করার নেই।’
আজ সোমবার সকাল ৮টা থেকে ঢাকার দোহার উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।
এ উপজেলায় ৭৫টি ভোটকেন্দ্র আর বুথ রয়েছে ৩৮৬টি। মোট ভোটার সংখ্যা এক লাখ ৬০ হাজার ৪০১ জন।