নওগাঁয় কলেজছাত্রী ও সাবেক ইউপি সদস্যকে হত্যা
নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর গ্রামে তানিয়া খাতুন (২০) নামের এক কলেজছাত্রীকে তাঁর শোয়ার ঘরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া খাতুন হাজিনগর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। সে উপজেলার বামইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে পড়ত।
এর আগে আজ সকালে জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জুয়েল হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
স্থানীয় লোকজন জানান, তানিয়ার বাবা চাকরির সুবাদে রাজশাহীতে থাকেন। বাড়িতে মায়ের সঙ্গে থাকত তানিয়া। আজ সোমবার বিকেল ৫টার দিকে মেয়েকে পড়ার টেবিলে দেখে বাড়ির বাইরে থেকে তালা দিয়ে বাজারের একটি টেইলার্সে যান তাঁর মা। তখন থেকে তানিয়া বাড়িতে একাই ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়িতে ফিরে এসে শোয়ার ঘরের মেঝেতে মেয়ের গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে ওঠেন তিনি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দেন।
মহাদেবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর থানার পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। লাশের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
অপরদিকে, নওগাঁর বদলগাছী উপজেলার পল্লীতে ৫০০ টাকার বিরোধ মিটাতে গিয়ে জুয়েল নামের সাবেক এক ইউপি সদস্য নৃশংসভাবে খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে আনোয়ার (৩৫) নামের একজনকে স্থানীয় লোকজন আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের মহব্বত আলী দুদু মিয়ার ছেলে মতির কাছে একই গ্রামের মোহাম্মেলের ছেলে আনোয়ারের ৫০০ টাকা পাওনার জের ধরে সোমবার সকালে ঝগড়া-বিবাদ করছিল। এ সময় মতির চাচা সাবেক ইউপি সদস্য জুয়েল হোসেন দুজনকে চড়-থাপর দিয়ে বিরোধ ভেঙে দেন। পরে বিষয়টি মীমাংসার কথা বলে জুয়েল কাছেই তাঁর মুরগির খামার দেখতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে আনুমানিক সকাল ৯টার সময় চক জালাল মোড়ে চলন্ত মোটর সাইকেল থামিয়ে জুয়েলের পেটে ছুরিকাঘাত করেন আনোয়ার। সঙ্গে সঙ্গে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে জুয়েলের মৃত্যু হয়। এদিকে স্থানীয় উত্তেজিত জনতা আনোয়ারকে পিটুনি দিয়ে ঘরে আটক করে রাখে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম খান জানান, ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে আটক করে চিকিৎসার জন্য বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।