ঈশ্বরদীতে শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
পাবনার পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে ঢুকে সহকারী প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে সোমবার সকালে স্কুল মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নর্থ বেঙ্গল পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মহিউদ্দিন। বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আয়নুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহসভাপতি আইয়ুব আলী ফারুকীসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, নর্থ বেঙ্গল পেপার মিলস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিত্যানন্দ সূত্রধরকে সন্ত্রাসী সৌরভ হাসান টুনটুনি ওরফে ‘হাতকাটা টুনটুনি’ নামক এক সন্ত্রাসী শ্রেণিকক্ষে প্রবেশ করে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরাও। তাঁরা জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।