সুগন্ধা নদীতে ২০ হাজার মিটার কারেন্ট জালসহ মা ইলিশ জব্দ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/19/photo-1539957537.jpg)
ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় ২০ হাজার মিটার কারেন্ট জালসহ ৫০ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। আজ শুক্রবার সুগন্ধা নদীতে এ অভিযান চালানো হয়।
এ সময় এক মৌসুমী জেলেকে আটক করা হয়। তিনি ব্রিকফিল্ডের শ্রমিক বলে জানা যায়। আটক হওয়া ওই জেলের নাম আনিসুর রহমান।
নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান রুবেল জানান, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সুগন্ধা নদীতে অভিযান চালানোর সময় আনিসুর রহমান নামের এক মৌসুমী জেলেকে আটক করা হয়। উপস্থিতি টের পেয়ে জাল ফেলে পালিয়ে যান অন্যান্য জেলেরা। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
ঝালকাঠির সুগন্ধা নদীতে আটক হওয়া কারেন্ট জাল নদীর পাশে নলছিটি ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়। ছবি : এনটিভি
আটক হওয়া আনিসুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ।
জব্দ করা কারেন্ট জাল নদীর পাশে নলছিটি ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয় ও মা ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়।