ঝিনাইদহে মদ্পান করে নিহত ৩
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় মদপান করে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাঁরা মারা যান। একই কারণে অসুস্থ হয়ে আরো দুজন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী জানান, অতিরিক্ত মদ্পানের পর অসুস্থ হয়ে পড়লে তাঁদের প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন উপজেলা শহরের বলিদাপাড়া গ্রামের বিকাশ বিশ্বাস, কালিবাড়ী এলাকার টিটো কর্মকার ও কলেজপাড়ার মুন্না দাস।
ওসি আরো জানান, পাশের উপজেলা কোটচাঁদপুর থেকে মদ এনে পান করেছিলেন তাঁরা। ঘটনার পর মদের চালান ধরতে পাকা সড়কের বিভিন্ন স্থানে তল্লাশি করা হচ্ছে বলেও জানান তিনি।