সীমান্তে রেড অ্যালার্ট
সীমান্তপথে চামড়া পাচার প্রতিরোধে বেনাপোল ও পুটখালী সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকাল থেকে সীমান্তবর্তী গ্রামগুলোতে এ ব্যাপারে মাইকিং করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রেড অ্যালার্ট জারি থাকবে।
বিজিবি ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম এনটিভি অনলাইনকে জানান, বেনাপোল ও পুটখালী সীমান্ত ছাড়াও ২৩ ও ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন সব সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
‘এ সময়ের মধ্যে সীমান্তগামী কোনো চামড়াবাহী ট্রাক বা যান পাওয়া গেলে তা আটক করা হবে। সীমান্তবর্তী গ্রাম থেকে যশোরগামী চামড়াবোঝাই ট্রাকের প্রতিও নজরদারি রাখা হবে।’
এরই মধ্যে বেনাপোল ও পুটখালীর বিভিন্ন সীমান্তে বিজিবির টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।