শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যান
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আজ বৃহস্পতিবার সকাল থেকে ঈদে ঘরে ফেরা যাত্রীদের ঢল নামে। সূর্যের আলো ফোটার আগেই দক্ষিণবঙ্গগামী ২৩ জেলার যাত্রীদের ঢল নামে শিমুলিয়া ঘাটে।
লঞ্চগুলো যাত্রীবোঝাই করে, এমনকি ছাদেও যাত্রী বহন করে লঞ্চ ছাড়তে দেখা গেছে। স্পিডবোটে যাত্রী বহনে লাইফজ্যাকেট বাধ্যতামূলক হলেও অতিরিক্ত যাত্রীচাপের কারণে তা না পরিয়েই স্পিডবোট ছাড়া হচ্ছে।
বেশির ভাগ যাত্রীর অভিযোগ, বাস, লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। ঘাট এলাকাসহ ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের বিশেষ টহলের ব্যবস্থা রয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলীম জানান, ১৮টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাস রয়েছে পাঁচ শতাধিক। সিরিয়াল অনুযায়ী গাড়িগুলো ফেরিতে উঠছে। তবে পারাপারের জন্য অপেক্ষা করতে হচ্ছে।