উৎসবযাত্রায় ৭ প্রাণহানির মাতম

গোপালগঞ্জে ইজিবাইক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয় সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন। ঈদের পরদিন আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝিগাতি ইউনিয়নের শিবপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের খোকন সিকদার (৪৫), তাঁর মা কাতেবুন্নেচ্ছা (৭০), স্ত্রী চায়না বেগম (৪০), দুই মেয়ে অ্যানি (১৬) ও চাঁদনী (৮) এবং ভাতিজা সাকিব সিকদার (১২)। এ ছাড়া ইজিবাইকের চালক স্বপন সরদারও (৩৫) নিহত হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, কোটালীপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি গাড়ির (ঢাকা-মেট্রো-চ-১৫-৬৯৩০) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত খোকন সিকদার ও তাঁর পরিবারের লোকজন ২৯ তারিখে স্বজনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে খুলনা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
এতে ঘটনাস্থলে সাকিব সিকদার নিহত ও নয়জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ দুজন মারা যায়। এর মধ্যে ছয়জন একই পরিবারের ও অপর একজন ইজিবাইকের চালক।
গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তপন মজুমদার জানান, আহতদের উদ্ধার করে আনার পর চারজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরো দুজন মারা যায়।