নাটোর থেকে সারা দেশে বাস বন্ধ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/08/photo-1541650413.jpg)
আজ বৃহস্পতিবার সকাল থেকে নাটোর থেকে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। ছবি : এনটিভি
শ্রমিক লাঞ্ছিতের অভিযোগে নাটোর থেকে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা।
পরিবহন শ্রমিক নেতা সাইফুল ইসলাম জানান, পরিবহন শ্রমিক নির্যাতন ও রাজশাহীতে বাসের চেইন নিয়ে বিরোধের কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে নাটোরের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। তবে কোথায়, কোন শ্রমিক লাঞ্ছিত বা নির্যাতিত হয়েছেন, তা জানাতে পারেননি কেউ।
এদিকে, আকস্মিক বাস ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে বাসস্ট্যান্ড ও টার্মিনালে গিয়ে বাস না পেয়ে অনেকে ফিরে গেলেও অফিসগামী মানুষ, রোগী, শিক্ষক-শিক্ষার্থীরা পড়েন চরম বিপাকে।