ভোলায় বিএনপির ২৭ নেতাকর্মী কারাগারে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/11/photo-1541947197.jpg)
ভোলায় বিএনপির ২৭ জন নেতাকর্মীর জামিন আবেদন খারিজ করে আজ রোববার কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ছবি : এনটিভি
ভোলায় বিএনপির ২৭ নেতাকর্মীর জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত।
আজ রোববার দুপুরে ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, পৌর বিএনপির সভাপতি আবদুর রব আখন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিনসহ বিএনপির ২৭ জন নেতাকর্মী বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় হাজিরা দিতে ভোলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. শরীফ সানাউল হকের আদালতে হাজির হন। আদালত তাঁদের জামিনের আবেদন খারিজ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এই মামলায় ৯৮ জন আসামিদের প্রত্যেকেই হাইকোর্ট থেকে এর আগে জামিন নিয়েছিলেন। ৭১ জন আসামি এর আগে আদালতে হাজির হয়ে জামিন নেন। ২৭ জন আজ জামিন নিতে আদালতে হাজির হলে আদালত তাঁদের জামিন বাতিল করে দেন।