প্রাণ ফিরছে ফাঁকা ঢাকার
ঈদের ছুটি শেষে সড়ক, নৌ ও রেলপথে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফাঁকা ঢাকা আবার কর্মচঞ্চল হয়ে উঠছে। তবে ছুটি শেষে দ্বিতীয় কর্মদিবস শুরু হলেও ফিরতি মানুষের সংখ্যা খুবই কম। রাস্তা ফাঁকা থাকায় গাড়িগুলোও ঠিক সময় রাজধানীতে এসে পৌঁছাচ্ছে।
আজ সোমবার ভোরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাতে ছেড়ে আসা ট্রেনে করে মানুষকে নামতে দেখা যায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। এ ছাড়া রাজধানীর টার্মিনালগুলোতেও ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা বাসগুলোতে মানুষজনকে ফিরতে দেখা যায়।
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়েও ফিরে আসা মানুষ চোখে পড়ে। তবে তুলনামূলক ভিড় কম।
এদিকে, ঢাকার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল করছে কম। রাস্তা প্রায় ফাঁকা। সরকারি-বেসরকারি কার্যালয় খুললেও পুরোদমে কাজ শুরু হয়নি। অতিরিক্ত ছুটি নিয়ে মানুষ এখনো ঢাকার বাইরে অবস্থান করছে।
গত ২৫ সেপ্টেম্বর ঈদুল আজহার কয়েক দিন আগে থেকেই ফাঁকা হতে থাকে ঢাকা। নানা দুর্ভোগ সত্ত্বেও মানুষ বাড়ি ফেড়ে নাড়ির টানে।