বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরুতেই বিলম্ব
সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশে হাজিদের নিয়ে আসার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি নির্ধারিত সময়ে দেশে পৌঁছায়নি। আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে এই ফ্লাইটের বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও ছয় ঘণ্টা বিলম্ব হবে জানিয়েছে হজ নিয়ন্ত্রণ কক্ষ।
নিয়ন্ত্রণ কক্ষের সহকারী নিয়ন্ত্রক আবদুল খালেক এনটিভি অনলাইনকে বলেন, ‘সৌদি আরব থেকে এখনো রওনা হয়নি বিমানটি। যেহেতু বাংলাদেশে ফিরতে ছয় ঘণ্টা সময় লাগে, সেহেতু বিকেল সাড়ে ৩টার পরে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট বিজি-৬০১২ দেশে ফিরবে বলে আশা করা যাচ্ছে।’
নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরো জানানো হয়, কাছাকাছি সময়ে সৌদি আরব থেকে অনেক দেশের হজ ফ্লাইট ছাড়ায় বিমানবন্দরে বোর্ডিং দিতে কিছু সময় লেগে যায়। এ কারণে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি ছাড়তে দেরি হয়ে থাকতে পারে।
এর আগে গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ৩০৫ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশে এসে পৌঁছে।