মেঘনায় মা ইলিশ ধরায় ৩১ জেলের জেল-জরিমানা
মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ভোলায় পাঁচটি মাছ ধরার ট্রলারসহ ৩১ জেলেকে আটক করা হয়েছে। আজ সোমবার ভোররাতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
পরে ২৯ জনকে এক বছর করে কারাদণ্ড এবং দুজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন।
নাম প্রকাশ না করার শর্তে এক জেলে বলেন, ‘আমরাই ধরা খেলাম, অথচ অনেক বড় মিয়া আছে, যারা গোপনে মাছ ধরছে, আবার মাছ মজুদ করছে। তাদের কেউ ধরে না। এ ছাড়া এখন জালে মাছ পড়তে শুরু করেছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরছি।’ একই কথা আরো কয়েকজনের।
এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট সাজ্জাদ জানান, সরকার গত ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় মা ইলিশ ধরা বন্ধ ঘোষণা করেছে। সে সঙ্গে তা মজুদ, বিক্রি ও বহন করাও অপরাধ বলে গণ্য হবে। যারাই এ আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এতে কোনো ধরনের আপস করা হবে না।
জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ‘যত বড় প্রভাবশালীই হোন, সরকারের আইন তাকে মানতেই হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। সবার বিরুদ্ধেই অভিযান চালানো হবে। প্রতিদিন নদীতে টহল দেবেন ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তারা।’