মংলায় মাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
মংলায় এক মাছ ব্যবসায়ীকে মারধর করে এক লাখ ৮২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের বিবরণীতে জানা যায়, বাগেরহাটের রামপাল উপজেলার উলুবুনিয়া-সিকিরডাঙ্গা গ্রামের ইজাহার গাজী (৬০) দীর্ঘদিন ধরে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে মাছের ব্যবসা করে আসছেন। চলতি মৌসুমে তিনি মাছ ধরতে আলোরকোলের উদ্দেশে গতকাল রোববার বিকেলে তাঁর বাড়ি থেকে বের হয়ে মংলায় যাচ্ছিলেন। পথে চাঁদপাই গ্রামের তিন রাস্তার মোড়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর গাড়ি (টমটম) থামানোর চেষ্টা করে। এ সময় গাড়ির চালক দ্রুত গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে এবং গাড়ি থেকে ইজাহার গাজীকে নামিয়ে মারধর করে তাঁর কাছে থাকা এক লাখ ৮২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়।
দুর্বৃত্তরা ইজাহারকে মারধর করে রাস্তার ওপর ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করে।
এদিকে এ ঘটনায় রাতেই ইজাহারের ছেলে লিটন গাজী থানায় একটি অভিযোগ দেন।
লিটন গাজী বলেন, তাঁর বাবা সুন্দরবনে মাছের ব্যবসা করেন এবং তিনি টাকা পয়সা নিয়ে সুন্দরবনের আলোরকোলে যাচ্ছেন দুর্বৃত্তরা গোপনে জানতে পেরেই এ ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে মংলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হামিদ বলেন, অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে পূর্বশত্রুতার জের ধরেও এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।