মায়ের ওপর অভিমান, স্কুলছাত্রীর আত্মহত্যা
নীলফামারীর ডোমার উপজেলায় মায়ের ওপর অভিমান করে আনজু আরা (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত আনজু তেলিপাড়া গ্রামের আইনুল হকের মেয়ে।
সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছমির উদ্দিন জানান, বিকেলে মায়ের সঙ্গে আনজু আরার কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে সে সবার অগোচরে রান্নাঘরের বাঁশের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন।