স্টেডিয়ামে কর্মী সমাবেশ করে নির্বাচন কমিশনের প্রশংসা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/30/photo-1543588640.jpg)
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলায় কর্মী সমাবেশ করেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার বিকেলে ভোলার গজনবী স্টেডিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই সমাবেশের প্রধান অতিথি ছিলেন ভোলা সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি নির্বাচন কমিশনের (ইসি) প্রশংসা করে বলেন, ‘নির্বাচন কমিশন দক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করে চলেছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সকল আইন মেনে নিয়েই সব করছি। এটা একটা ঘরোয়া পরিবেশে কর্মী সভা, যাতে কোনো রকম আচরণবিধি ভঙ্গ না হয়, সেদিকে খেয়াল রেখেই সব করছি।’
তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচন হবে এই সরকারের অধীনে। একটি অবাধ, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন, যার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার বিজয়ী হবে। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। আমি ভোলার ব্যাপক উন্নয়ন করেছি। আগামীতে আরো ব্যাপক উন্নয়ন করব। ভোলা হবে বাংলাদেশের মধ্যে সিঙ্গাপুর। ভোলার মানুষ এখন কষ্টে নেই। কোনো সংঘাত নেই। এই ভোলার মানুষ কত শান্তিতে আছে, অথচ বিএনপি আমলে বর্তমান রাষ্ট্রপতি সভা করতে চেয়েছিলেন, তাঁকে সেটা করতে দেয়নি। অথচ আমি সবাইকে সম্মান করি। কাউকে অপমান করি না।’
ভোলার গজনবী স্টেডিয়ামে আজ শুক্রবার কর্মী সমাবেশে উপস্থিত লোকজনের একাংশ। ছবি : এনটিভি
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই যে, বিএনপির আলমগীর হাজি সাব পায়, আমি বলেছি, আসেন আমরা এক সাথে নির্বাচন করি। আবার পার্থ যদি পায়, সে তাঁর মতো নির্বাচন করবে। আমরা কর্মীরা যেন কোনো গোলযোগ গণ্ডগোলের মধ্যে না যায়।’
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান মনির। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি হামিদুল হক বাহালুল, সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, মো. ইউনুচ, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশের উপস্থাপনায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ছাড়াও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা সমাবেশে উপস্থিত ছিলেন।