মধুমতি নদী থেকে ঢাকার ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার
নিখোঁজের ১০ ঘণ্টা পর গোপালগঞ্জের মধুমতি নদী থেকে ঢাকার ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সবুজের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে জেলার কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট এলাকা থেকে সবুজের লাশ উদ্ধার করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গতকাল বুধবার সন্ধ্যার দিকে কালনা ঘাটে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে যান সবুজ। এ সময় ফেরিঘাটের পন্টুনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় একটি ফেরি তাতে ধাক্কা দিলে ছাত্রলীগ নেতা নদীতে পড়ে যান। ১০ ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করা হয়।
খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন ওসি মনিরুল।
এ দিকে আজ দুপুরে একই এলাকা থেকে বাবু মিনা (৪৫) নামে আরো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত ২৭ সেপ্টেম্বর বাবু মিনা কালনা ফেরিঘাট থেকেই মধুমতি নদীতে নিখোঁজ হন। পুলিশ জানিয়েছে, নিজের ভাতিজা নদীতে পড়ে গেলে তাঁকে উদ্ধার করার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিলেন বাবু।