রানা প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ
সাভারে রানা প্লাজা ধসের ২২ মাস পূর্তিতে আজ মঙ্গলবার সকালে বিধ্বস্ত ভবনটির সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের স্বজনরা।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক রায় ও সমন্বয়ক তাসলিমা আখতার। বক্তারা অবিলম্বে রানা প্লাজা ধসের সঙ্গে জড়িত সবার শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিপূরণের আইন বদলের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।
২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল পৌনে ৯টায় সাভার বাসস্ট্যান্ডের পাশে এই বহুতল ভবনটি ধসে পড়ে। ভবনের কয়েকটি তলা নিচে দেবে যায়। কিছু অংশ পাশের একটি ভবনের ওপর পড়ে। এ ভয়াবহ দুর্ঘটনায় এক হাজার ১৭৫ জন শ্রমিক নিহত এবং দুই হাজারেরও বেশি শ্রমিক আহত হন। ভবনটিতে ফাটল থাকায় ব্যবহারে সতর্কবার্তা থাকলেও তা উপেক্ষা করা হয়।