নাটোরে থানা হাজত থেকে লাশ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়া থানা হাজত থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মহসিন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে লাশ উদ্ধারের সময় উপস্থিত ম্যাজিস্ট্রেট বলেছেন, গলায় ফাঁস লাগানো থাকলেও মহসিনের এক পা মাটিতে ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেনের ভাষ্য, জেলার বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত তিনজন ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের অভিযোগ রয়েছে মহসিনের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল সোমবার গাজীপুরের মাওনা এলাকার একটি বাড়ি থেকে তাঁকে আটক করে। সেখান থেকে তাঁকে বাগাতিপাড়া থানায় আনা হয়। আজ মঙ্গলবার দুপুরের সবার অগোচরে তিনি হাজতের জানালার গ্রিলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, গলায় ফাঁস লাগানো থাকলেও মহসিনের এক পা মাটিতে ছিল।