পুলিশকে লক্ষ্য করে ককটেল, 'পালানোর সময়' দুজন আহত

গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় 'পালাতে গিয়ে' পুলিশের গুলিতে ও মোটরসাইকেল থেকে পড়ে দুজন আহত হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চরগোবরা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন সোবহান মোল্লা (৩২) ও আশিক গাজী (৩৫)। তাঁদের প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোবহান মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে শহরের চরগোবরা এলাকায় দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি ঘোরাঘুরি করছিল। এ সময় টহল পুলিশের সন্দেহ হলে উপজেলা মোড়ে তাদের থামতে বলে। তারা পালানোর চেষ্টা করলে টহল পুলিশ তাদের ধাওয়া করে।
গোবরা এলাকায় পুলিশকে লক্ষ্য করে একটি মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। এতে সোবহান মোল্লা গুলিবিদ্ধ হয়। পালানোর সময় পড়ে গিয়ে আহত হয় আশিক গাজী। এ সময় অপর মোটরসাইকেলে থাকা দুজন পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, আহত দুজনের বাড়ি খুলনা ও সাতক্ষীরা জেলায়। তিনি আরো জানান, এরা জেলার বিভিন্ন স্থান থেকে একাধিক মোটরসাইকেল চুরি করেছে। সিসিটিভির ক্যামেরা ফুটেজের মাধ্যমে তাঁদের শনাক্ত করা হয়েছে।
গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা (ইএমও) জুলফিকার রহমান বলেন, ‘হাসপাতালে আমরা দুজন পেশেন্ট (রোগী) পাই। একজন ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ অবস্থায় পাই এবং অন্যজনের সারা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বা আঘাতের চিহ্ন আছে।’
জুলফিকার আরো বলেন, ‘গুলিবিদ্ধ পেশেন্টের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে যে চিকিৎসা আমাদের এখানে দেওয়া সম্ভব হয়েছে, সেগুলো দেওয়ার পর আমরা তাকে খুলনা রেফার করি (পাঠানোর কথা বলি)।’