নাটোরে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

জরিনা বেওয়ার লাশ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। ছবি : এনটিভি
নাটোরের সিংড়া উপজেলায় জরিনা বেওয়া নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে হত্যার অভিযোগে তাঁর ছেলে জিয়ারুল ইসলামকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার উপজেলার পুন্ডরি গ্রামে ওই ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুর ইসলাম জানান, জরিনা বেওয়া ছেলে জিয়ারুলকে নিয়ে পুন্ডরি গ্রামে বসবাস করতেন। আজ সকালে নিজ ঘরে জরিনার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জরিনার মরদেহ উদ্ধার করে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জরিনার ছেলে জিয়ারুলকে আটক করে এলাকাবাসী পুলিশের হাতে সোপর্দ করেন বলে জানিয়েছেন ওসি মনিরুর।