দেশে ফিরল আরো ১০৩ বাংলাদেশি

মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া আরো ১০৩ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধিদল। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে মিয়ানমারের সঙ্গে পতাকা বৈঠক শেষে তাদের ঘুমধুম সীমান্ত দিয়ে দেশে আনা হয়।
এর আগে বেলা ১১টার দিকে বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমারে যায়। পরে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় সে দেশের ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে মেজর ইমরান উল্লাহ বলেন, আরো ১০৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের কক্সবাজারের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। পরে তাদের নিজ নিজ বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে ২০৮ জন এবং ২৯ মে ৭২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছিল দেশটির নৌবাহিনী। তাদের মধ্য থেকে আজ পর্যন্ত বাংলাদেশি শনাক্ত হওয়া ৭২৯ জনকে ছয় দফায় দেশে ফিরিয়ে আনা হলো।