‘খালেদা জিয়া যেকোনো সময় গ্রেপ্তার’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলে কেউ যদি দেশে অভ্যুত্থান ঘটাতে চায়, তার শাস্তি তাকে পেতে হবে।
আজ বুধবার গাজীপুরের টঙ্গীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত প্রতিষ্ঠান মৈত্রী প্লাস্টিক ও মৈত্রী ফুড অ্যান্ড বেভারেজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সাথে ছিলেন।
মন্ত্রী মহসীন আলী বলেন, ‘বলার আর কী আছে? দেখামাত্রই গুলি করার কথা বলেছি। আমি তো নিজেই বলেছি, শ্যুট অ্যাট সাইট। তারপরে হচ্ছে যে এখন খালেদা জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। আজকে তো ওয়ারেন্ট চলে গেছে। এখন দেখেন, অপেক্ষা করেন।’
খালেদা জিয়াকে যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অবশ্যই। যেকোনো সময় হতে পারে। আইন তার নিজ গতিতে চলবে।’
মহসীন আলী বলেন, ‘আজকে বিশ্ববিদ্যালয়ে যদি খুন করে দেশে আপসার্জ (অভ্যুত্থান) করতে চায়...তার শাস্তি তো তাঁকে পেতে হবে। এখন আপনারা নিজের নিজের বিবেককে খাটিয়ে বলেন। দাড়িপাল্লার এ মাথায় পাথর আছে, ও মাথায় বিএনপি আছে। পাথর আর বিএনপি সমান। মুদ্রার এপিঠ আর ওপিঠ।’
খালেদা জিয়াকে গাজীপুরের জেলে রাখা হবে কিনা-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি জানি না। সেটা জেল কর্তৃপক্ষ জানে। পুলিশ উইল ডু ইট।’
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত মৈত্রী শিল্প একটি লোকসানি প্রকল্পে পরিণত হয়েছে। কিছু শ্রমিক প্রতিষ্ঠান দুটির কর্মকর্তাদের কাজ করতে দিচ্ছে না। গতকাল সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি আলোচিত হয়েছে, সে কারণে আজ আমি এটা পরিদর্শনে এসেছি। এটাকে রক্ষা করার উদ্যোগ নেওয়া হবে।’