টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
গাজীপুরের টঙ্গীর বাঁশপট্টি এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কাওছার মিয়া (২৫)। তিনি টঙ্গীর এরশাদ নগদ এলাকার ৬ নম্বর ব্লকের মিন্টু মিয়ার ছেলে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার শরীফ আহমেদ জানান, সন্ত্রাসী কাওছারের সহযোগীদের গ্রেপ্তার করতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে টঙ্গীর বাঁশপট্টি এলাকায় অভিযান চালায় টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় কাওছারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে কাওছার, উপপরিদর্শক (এসআই) জহুরুল ও কনস্টেবল বদরুল আহত হন। এ ঘটনার পর কাওছারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।
উপকমিশনার শরীফ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি লম্বা ছুরি উদ্ধার করেছে। নিহত কাওছারের বিরুদ্ধে গাজীপুর সদর, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।